লক্ষ্মীপুর সদর উপজেলা ২নং দক্ষিন হামছাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ আবুল কাশেম । বুধবার (২৮ মার্চ) দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকতা স্বপন কুমার ভৌমিকের কাছে তার মনোনয়ন ফরম দাখিল করেন। উৎসব মূখর পরিবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। সৈয়দ আবুল কাশেম লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।.
মনোনয়ন পত্র জমা শেষে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নে ভোট না হওয়ায় জনগন তার কাঙ্ক্ষিত সেবা পায় নি। আমি নির্বাচিত হলে জনগণের সেবায় নিয়জিত থাকবো। সঠিক সময়ে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করবো। আশা করি জনগন আমাকে মূল্যায়িত করবেন।.
উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১০ মার্চ) ভোটের এই তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট হওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো- দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, তেওয়ারীগঞ্জ ও লাহারকান্দি। .
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়েরের সময় ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ২৮ এপ্রিল।. .
ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: